আব্দুল মান্নান
Abdul Mannan
Home District: Jhenaidah, Kaliganj নির্বাচনী এলাকার নাম ও নম্বর
৮৪ ঝিনাইদহ- ৪
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা এবং সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ সমন্বয়ে গঠিত ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকা। এ এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত সংসদ সদস্য জনাব আবদুল মান্নানের জন্ম ১৯৫২ সালের ১২ মার্চ কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে। পিতার নাম মরহুম আলহাজ্ব আমজাদ হোসেন এবং মাতার নাম মোছাঃ আয়েশা খাতুন। পিতা সিমলা রোকনপুর ইউি নয়ন পরিষদের তিন মেয়াদের চেয়ারম্যান ছিলেন। জনাব মান্নান নলডাঙ্গা ভূষণ হাইস্কুল হতে এসএসসি পাশ করে কালিগঞ্জ মাহতাবউদ্দিন ও সামাজিকভাবে নিজ এলাকায় ব্যস্ত হয়ে পড়ায় উচ্চশিক্ষা নেয়া হয়নি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সহায়তাকারী হিসেবে কাজ করেন। জনাব মান্নান কর্মজীবনে পরিবহন ও অন্যান্য ব্যবসায় জড়িত হওয়ার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি শিমলা-রোকনপুর ইউনিয়নের তিনবার চেয়ারম্যান ছিলেন। এরপর কালিগঞ্জ পৌরসভা তাঁর সক্রিয় উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি পরপর দু’বার এ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে স্থানীয়ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নেতৃত্ব দেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে জয়লাভ করে জনাব মান্নান এলাকার বহু উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি কালীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন চালু, পিতার নামে কালীগঞ্জে মহিলা কলেজ প্রতিষ্ঠা ও মায়ের নামে গার্লস হাইস্কুল প্রতিষ্ঠা করেছেন। নিজের নামে কলেজ প্রতিষ্ঠঅর জন্য উদ্যোগ গ্রহণ করেছেন যা এখনও প্রক্রিয়াধীন। তিনি বেশ কিছু নতুন রাস্তাঘাট নির্মাণ, স্কুল কলেজ সংস্কার সহ তাঁর এলাকার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরে বিভিন্ন আর্থিক সাহায্য ও মঞ্জুরীর ব্যবস্থা করে এ সকল প্রতিষ্ঠানের সংষ্কার বা মান্নোয়নে বিশেষ ভূমিকা পালন করেছেন। জনাব মান্নান কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক বা প্রধান উপদেষ্টা। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সদস্য। জনাব মান্নানের সহধর্মিনী শামিম আরা মান্নান একজন গৃহবধু। এ পরিবারের একছেলে ও এক মেয়ে। ছেলে রাশেদ কবির লিখন মেডিক্যাল স্টুডেন্ট থাকাকালে ব্যবসার সাথে জড়িত হয়েছেন। মেয়ে সাবিনা ইয়াসমিন লিপি উচ্চশিক্ষা এবং বিবাহিতা। চীন, মায়ানমার, ভারত সফরকারী জনাব মান্নান তাঁর এলাকাকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাদ মুক্ত, নিরক্ষরমুক্ত ও উগ্র ধর্মান্ধতা মুক্ত সহ কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে উন্নতি করে একটি আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রত্যেক ছেলেমেয়েকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক ও দেশ প্রেমিক হতে তিনি উপদেশ দেন।