
Home রাজনীতিবিদ / Politicians > আলহাজ্জ মোঃ আলী কদর / Alhajj Mohammad Ali Qadar
এই পৃষ্ঠাটি মোট 15231 বার পড়া হয়েছে
আলহাজ্জ মোঃ আলী কদর / Alhajj Mohammad Ali Qadar
আলহাজ্জ মোঃ আলী কদর
Alhajj Mohammad Ali Qadar
Home District: Jessore, Sharsha, Benapol
যশোর - ১
আসন - ৮৫
জাতীয় সংসদের যশোর-১ আসনে ৮৬৫৮৩ ভোট পেয়ে বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন আলহাজ্জ মো, আলী কদর। তার প্রাপ্ত ভোট ছিল এই আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের ৫৫.৫১ শতাংশ। আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দীনকে ১২৩২৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।
রাজনীতি ও অন্যান্যঃ
আলহাজ্জ মো. আলী কদর প্রত্যক্ষ রাজনীতির পুরোটা সময়ই তিনি বিএনপির সঙ্গে জড়িত রয়েছেন। ১৯৭৯ সালে জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণাকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহচর্যে এসে তিনি বিএনপিতে যোগ দেন। সেই থেকে তিনি বিএনপির যশোর জেলা শাখার সহ-সভাপতি এবং শার্শা থানা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। স্থানীয় সরকার পরিষদের তিনি একাধিকবার নির্বাচিত হয়েছেন। ১৯৮৬ সালে তিনি বেনাপোল ইউনিয়ন পরিষদ এবং ১৯৯০ সালে শার্শা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৬৫ সালে বেলুচ থেকে তিনি মোজাহীদ ট্রেনিং এবং পরে যশোর ক্যান্টনমেন্ট থেকে ট্রেনিং গ্রহণ করেন। একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। ক্যাম্প কমান্ডারের দায়িত্ব পালন করেন তিনি। এলাকায় তিনি প্রতিষ্ঠা করেছেন আলী কদর প্রাইমারী স্কুল। এলাকার বিভিন্ন শিক্ষা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি জড়িত। ভ্রমণ করেছেন সিঙ্গাপুর, সৌদি আরব ও প্রতিবেশী দেশ ভারত।
ঠিকানাঃ
(স্থায়ী) বড় আঁচড়া, বেনাপোল, শার্শা, যশোর। (ঢাকায়)
বাসাঃ ০৪/০৬ (চতুর্থ তলা), ব্লকঃ এফ, লালমাটিয়া, ঢাকা। ফোনঃ ৯১৩৩৪৯৮।