
Home রাজনীতিবিদ / Politicians > আবু সাঈদ মুহাম্মদ হুসাইন / Abu Sayeed Muhammad Husain (1961)
এই পৃষ্ঠাটি মোট 9650 বার পড়া হয়েছে
আবু সাঈদ মুহাম্মদ হুসাইন / Abu Sayeed Muhammad Husain (1961)
আবু সাঈদ মুহাম্মদ হুসাইন
Abu Sayeed Muhammad Husain
Home District: Jessore, Jhikargacha, Bakra
যশোর-২
আসন - ৮৯
Abu Sayeed Muhammad Husain
Home District: Jessore, Jhikargacha, Bakra
যশোর-২
আসন - ৮৯
জাতীয় সংসদের যশোর-২ আসনে চারদলীয় ঐক্যজোটের মনোনয়নে জামায়াতে ইসলামী থেকে ১৩৭৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ মুহাম্মদ শাহাদাৎ হুসাইন। তার প্রাপ্ত ভোট ছিল এই আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের ৫৫.২৫ শতাংশ। আওয়ামী লীগের প্রার্থী এবং সাবেক জ্বালানী মন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামকে ১৬৮১৭ ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেন।
পরিচয়ঃ
যশোরের ঝিকরগাছা বাঁকড়া গ্রামে ১৯৬১ সালের পহেলা জানুয়ারী আবু সাঈদ মুহাম্মদ শাহাদাৎ হুসাইনের জন্ম। তার পিতা মো. আব্দুল ওয়াজেদ। ১৯৭৯ সালে তিনি ধামতি আলীয়া মাদ্রাসা থেকে কামিল (এমএম) পাশ করেন। পেশায় শিক্ষক জনাব শাহাদাৎ হুসাইন তিন পুত্র ও দুই কন্যার জনক।
রাজনীতি ও অন্যান্যঃ
এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবু সাঈদ মুহাম্মদ হুসাইন। ছাত্রজীবনে তিনি সাতক্ষীরার হামিদপুর আলীয়া মাদ্রাসার সভাপতি নির্বাচিত হন। ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী ছিলেন তিনি। শিক্ষা সমাপ্তির পর যোগ দেন জামায়াতে ইসলামীতে। ১৯৮২ সালে তিনি দলের রুকন (সদস্য) পদ লাভ করেন। জনাব শাহাদাৎ হুসাইন কর্মজীবনে মুহাদ্দিস হিসেবে বাহাদুরপুর আলীয়া মাদ্রাসায় ও উপাধ্যক্ষ হিসেবে যশোর জালপাড়া সিনিয়র মাদ্রাসায় অধ্যাপনা করেন। পদ্মাধলা সিনিয়র মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন তিনি। ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। ১৯৯০ তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। ২০০৯ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে জনাব মোস্তফা ফারুক মোহাম্মদের নিকটতম প্রতিদ্বন্দী হয়ে ২২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। বর্তমানে তিনি সমাজসেবামূলক নানা কর্মকান্ড তিনি জড়িত রয়েছেন।
ঠিকানাঃ
(স্থায়ী) বাঁকড়া, ঝিকরগাছা, যশোর।
ফোনঃ ০১৭-৮৩২৪১৯, ৯১৩১১০০/৩৭৪০।
পরিচয়ঃ
যশোরের ঝিকরগাছা বাঁকড়া গ্রামে ১৯৬১ সালের পহেলা জানুয়ারী আবু সাঈদ মুহাম্মদ শাহাদাৎ হুসাইনের জন্ম। তার পিতা মো. আব্দুল ওয়াজেদ। ১৯৭৯ সালে তিনি ধামতি আলীয়া মাদ্রাসা থেকে কামিল (এমএম) পাশ করেন। পেশায় শিক্ষক জনাব শাহাদাৎ হুসাইন তিন পুত্র ও দুই কন্যার জনক।
রাজনীতি ও অন্যান্যঃ
এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবু সাঈদ মুহাম্মদ হুসাইন। ছাত্রজীবনে তিনি সাতক্ষীরার হামিদপুর আলীয়া মাদ্রাসার সভাপতি নির্বাচিত হন। ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী ছিলেন তিনি। শিক্ষা সমাপ্তির পর যোগ দেন জামায়াতে ইসলামীতে। ১৯৮২ সালে তিনি দলের রুকন (সদস্য) পদ লাভ করেন। জনাব শাহাদাৎ হুসাইন কর্মজীবনে মুহাদ্দিস হিসেবে বাহাদুরপুর আলীয়া মাদ্রাসায় ও উপাধ্যক্ষ হিসেবে যশোর জালপাড়া সিনিয়র মাদ্রাসায় অধ্যাপনা করেন। পদ্মাধলা সিনিয়র মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন তিনি। ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। ১৯৯০ তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। ২০০৯ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে জনাব মোস্তফা ফারুক মোহাম্মদের নিকটতম প্রতিদ্বন্দী হয়ে ২২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। বর্তমানে তিনি সমাজসেবামূলক নানা কর্মকান্ড তিনি জড়িত রয়েছেন।
ঠিকানাঃ
(স্থায়ী) বাঁকড়া, ঝিকরগাছা, যশোর।
ফোনঃ ০১৭-৮৩২৪১৯, ৯১৩১১০০/৩৭৪০।