ডাঃ ক্যাপ্টেন জীবনরতন ধর / Dr. Captain Jibanratan Dhar
ডাঃ ক্যাপ্টেন জীবনরতন ধর Dr. Captain Jibanratan Dhar Monirampur, Jessore
যশোর জেলার মণিরামপুর থানার এক গ্রামে জন্মগ্রহণ করেন ডাঃ ক্যাপ্টেন জীবনরতন ধর। তিনি যশোর জিলা স্কুল হতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ক্যাপ্টেন ধর বৃটিশ ভারতীয় সামরিক বাহনীর উচ্চ পদের চিকিসৎকরূপে প্রথম মহাযুদ্ধে যোগ দিয়ে বিদেশ যান। যুদ্ধ শেষে দেশে ফিরে নিজ জেলা যশোরে চিকিৎসা ব্যবসা শুরু করেন। অল্পদিনের মধ্যেই প্রচুর খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেন। অসহযোগ আন্দোলনের সময় বিলেত-ফেরত স্বদেশী ভাবাপন্ন ডাক্তার ক্যাপ্টেন জীবনরতন ধর দেশের কাজ করার ইচ্ছায় এই সময় সক্রিয়ভাবে যশোর-খুলনা যুবসংঘের কাজে অংশগ্রহণ করেন এবং কংগ্রেসে যোগদেন। ১৯২৯ সালের আগস্ট মাসে যশোর কংগ্রেসের শ্রেষ্ঠ সংগঠক বিজয় রায়ের অকালমৃত্যুর পর ডাঃ জীবনরতন ধর যশোর কংগ্রেসের হাল ধরেন। আন্দোলনের সময় থেকে একাধিক্রমে দশ-বারো বছর যশোর কংগ্রেসের সহ-সভাপতি নিযুক্ত থাকেন। জীবনরতন কংগ্রেস আন্দোলনে যোগ দিয়ে বেশ কয়েকবার কারাবরণ করেন। যশোর সরকারী এম. এম কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। ১৯৪০ খৃষ্টাব্দের আগস্ট মাসে শ্রীযুক্ত মহিতোষ রায় চৌধুরীর পদক্ষেপে যশোর এম. এম. কলেজ প্রতিষ্ঠার জন্য জনসভা আহ্বান করা হলে ডাঃ জীবনরতন ধরকে এম. বি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। স্বাধীনতা পূর্ব যুগে বাংলার আইন সভার সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৪৫ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত যশোর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলনে জড়িত থাকার অপরাধে কয়েকদিন কারান্তরালে থাকেন তিনি। দেশ স্বাধীন হলে বনগ্রাম থেকে পশ্চিমবঙ্গের আইন সভার সদস্য নির্বাচিত হন এবং ডাঃ বিধানচন্দ্রের মন্ত্রীসভায় প্রথমে কারামন্ত্রী ও পরে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।