
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > সরকারী কে, সি কলেজ, ঝিনাইদহ (১৯৬০)
এই পৃষ্ঠাটি মোট 17106 বার পড়া হয়েছে
সরকারী কে, সি কলেজ, ঝিনাইদহ (১৯৬০)
১৯৬০ সালের পূর্বে ঝিনাইদহে কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এখানে একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বিশেষ প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রয়োজনীয়তার বাস্তবরূপ দেন তৎকালীন ঝিনাইদহ মহকুমা প্রশাসক এম, কে আনোয়ার (পরবর্তী কেবিনেট সেক্রেটারি ও বাংলাদেশ সরকারের মন্ত্রী)। তাঁকে বিশেষ ভাবে সহায়তা করেন এ্যাডভোকেট মরহুম তোয়াজ উদ্দীন আহম্মদ, প্রাক্তন মন্ত্রী মরহুম মোঃ বশীর উদ্দীন মজুমদার, প্রাক্তন পৌরসভা চেয়ারম্যান মোঃ মতলুবুর রহমান, এ্যাডভোকেট মরহুম আবদুল গফুর, এ্যাডভোকেট শরৎ কুমার বিশ্বাস ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজ প্রতিষ্ঠাসহ ব্যাপক উন্নতি সাধিত হয়।
কলেজ প্রতিষ্ঠার উষা লগ্নে এম, কে আনোয়ারের প্রচেষ্টায় কলেজ প্রতিষ্ঠার জন্য ঝিনাইদহের তৎকালীন বিশিষ্ট ব্যবসায়ী কেশব চন্দ্র পাল ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, তাঁর দ্বিতল বসতবাড়ীটি কলেজের নামে উৎসর্গ করেন। তাঁর এই দানের কৃতজ্ঞতা স্বরূপ কলেজ কর্তৃপক্ষ কলেজটি তাঁরই নামে নামকরণ করেন, “কেশব চন্দ্র কলেজ” সংক্ষেপে “কে, সি কলেজ”। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ তাঁর নিকট থেকে একটি পুকুর সহ আর কিছু জমি ক্রয় করেন এবং বালিকা বিদ্যালয়ের (বর্তমান সরকারী বালিকা বিদ্যালয়) নিকট থেকেও কিছু জমি ক্রয় করা হয়। এ ছাড়াও কলেজটি উন্নয়নের জন্য আনুমানিক দশ বিঘা জমি দান করেন মরহুম হাবিবুর রহমান। বর্তমানে কলেজটির সর্বমোট জমির পরিমাণ ৬ একর ৯৬ শতক। কলেজটিতে ছয়টি দ্বিতল ভবন, একতলা ও দোতলা ভবনসহ একটি ছাত্রাবাস ও একটি পুকুর আছে।
১৯৬০ সালে প্রথম উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক এবং বাণিজ্য বিভাগের শ্রেণী কার্যক্রম শুরু করা হয়। ১৯৬১ সালে কলেজটি ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক মানবিক ও বাণিজ্য বিভাগে প্রথম অনুমোদন লাভ করে। ১৯৬২/৬৩ শিক্ষা বর্ষে কলেজটিতে বি, এ বি-কম এবং আই, এস,সি বিভাগ চালু করা হয়। ১৯৬৬ সালে বি, এস সি বিভাগ চালু করার পর কলেজটি একটি পরিপূর্ণ কলেজের মর্যাদা লাভ করে। পরবর্তীতে কলেজটি উন্নয়নের ক্ষেত্রে অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গের বিশেষ অবদান রয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন অধ্যক্ষ আবদুল মজিদ, প্রাক্তন এম, এল, এ মরহুম মোঃ মোবারক হোসেন ও প্রাক্তন ঝিনাইদহ মহকুমা প্রশাসকদ্বয় মোঃ ফয়েজ উল্লা, মোঃ সাখাওয়াৎ হোসেন, জেড এ সামছুল হক, মোঃ গোলাম সরোয়ার। এ ছাড়াও কলেজটি উন্নয়ণে কলেজের তৎকালীন অধ্যাপক বৃন্দের অবদানও বিশেষ স্মরণীয়।
কলেজটিতে অনেক খ্যাতনামা অধ্যক্ষগণ নিষ্ঠার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ রফিকুল আলম, সৈয়দ আঃ রাজ্জাক, আঃ মজিদ, সোহরাব উদ্দীন আহম্মদ, মোঃ আবদুল হান্নান, সরদার আমান উল্লাহ, সিরাজ উদ্দীন মৃধা, বাবু যুগোল কিশোর বিশ্বাস ও আবদুর রাজ্জাক।
ঝিনাইদহের এই ঐতিহ্যবাহী কলেজটিকে ১৯৮০ সালে সরকারী করণ করা হয়। এই নব সরকারীকরণকৃত কলেজটি স্বল্প সময়ের মধ্যে তাঁর বহু দিনের পুঞ্জিভূত সমস্যাকে কাটিয়ে উঠে ঝিনাইদহের উচ্চ শিক্ষা বিস্তারের ইতিহাসে এক নব দিগন্তের সূচনা করেছে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: অধ্যাপক কাজী শওকত শাহী
সম্পাদনা:
শামিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূজ্জামান বিপুল