
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > হরিনাকুন্ডু সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৮২)
এই পৃষ্ঠাটি মোট 16236 বার পড়া হয়েছে
হরিনাকুন্ডু সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৮২)
হরিনাকুন্ডু উপজেলার প্রাণকেন্দ্রে নারী শিক্ষা সমস্যার সমাধান কল্পে এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তি আ. ন. ম. বজলুর রহমান ১৯৮২ সালে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করতে বিশেষ ভূমিকা রাখেন। বজলুর রহমানই প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম পর্যায়ে অল্প সংখ্যক ছাত্রী নিয়ে একটি সাধারণ গৃহে বিদ্যালয়টির শ্রেণী কার্যক্রম শুরু হয়। ১৯৮৬ সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় এবং যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রথম অনুমোদন লাভ করে। বিদ্যালয়টির সৌভাগ্য যে, বিদ্যালয়টি সুচারুরূপে গড়ে উঠার পূর্বেই রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মুহম্মদ এরশাদের এক ঘোষণা বলে ১৯৮৮ সালে সরকারীকরণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টি ৭৮ শতক জমির উপর ৪ কক্ষ বিশিষ্ট সেমিপাকা ভবন ও একটি পাকা অফিস গৃহ নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি এই এলাকার নারী শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল