
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
এই পৃষ্ঠাটি মোট 16127 বার পড়া হয়েছে
গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
বেগবতী নদীর তীরে এক মনোরম পরিবেশে ১.৭১ একর জমির উপর ৩ কক্ষ বিশিষ্ট পাকা ভবন, একটি সেমি পাকা ভবন ও বিজ্ঞানাগার নিয়ে গোপালপুর বিদ্যালয়টি অবস্থিত। বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক ও বিদ্যানুরাগী ব্যক্তি মরহুম অধ্যাপক শেখ মাহমুদুল হক (মনি পীর) ১৯৭০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এক সড়ক র্দূঘটানায় তিনি মৃত্যুবরণ করেন।
স্থানটি বেগবতী নদীর দ্বারা মূল ভুখন্ড হতে বিছিন্ন বিধায় বর্ষাকালে স্থানীয় ছেলে মেয়েদের দূরবর্তী বিদ্যালয়ে যেয়ে লেখাপড়া করা একান্ত কষ্টকর। এলাকার ছেলেমেয়েদের লেখাপড়া সমস্যার সমাধান কল্পে গোপালপুরের পীর বাড়ির ছেলে শেখ মাহামুদুল হক মনিপীর এই এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৭০ সালেই বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি উন্নয়নের ক্ষেত্রে এলাকাবাসীদের অবদান অবিস্মরণীয়। এই এলাকার শিক্ষার্থীদের জ্ঞান লাভের জন্য বিদ্যালয়টি একটি উল্লেখযোগ্য বিদ্যাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত