
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > মোবারকগঞ্জ চিনি কল মাধ্যমিক বিদ্যালয় (১৯৭৫)
এই পৃষ্ঠাটি মোট 16168 বার পড়া হয়েছে
মোবারকগঞ্জ চিনি কল মাধ্যমিক বিদ্যালয় (১৯৭৫)
কালিগঞ্জ শহর হতে প্রায় দুই কিঃ মিঃ দূরে ১.৮৩ একর জমির উপর ১৮ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নিয়ে বিদ্যালয়টির অবস্থান। ১৯৭৫ খৃষ্টাব্দে মোবারকগঞ্জ চিনিকল কর্তৃপক্ষ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এর প্রথম প্রধান শিক্ষিকা মোসাঃ মারজিউন নেসা।
অত্র এলাকা হতে মিলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের সান্তনাদীদের কালিগঞ্জ যেয়ে লেখাপড়া করা দারুন অসুবিধা হওয়ার কারণে মিল কর্তৃপক্ষ ও কর্মচারী সকলের প্রচেষ্টায় বিদ্যালয়টি গড়ে ওঠে। প্রথম পর্যায়ে বিদ্যারয়টি অল্পসংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এর শ্রেণী কার্যক্রম শুরু করে। বিদ্যালয়টি পরবর্তী পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয় এবং ১৯৮০ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি এই এলাকার বিদ্যার্থীদের জ্ঞান লাভের একটি অন্যতম বিদ্যাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত