
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > রায়গ্রাম বাণীকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়
এই পৃষ্ঠাটি মোট 16309 বার পড়া হয়েছে
রায়গ্রাম বাণীকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়
বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে সাধু লালা রাজেন্দ্র প্রসাদ বীরভূম থেকে আগত জনৈক সাধু বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা করেন। বিদ্যালয়টি ৬.২১ একর জমির উপর ১৫ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন ও সম্মুখে খেলার মাঠ নিয়ে অবস্থিত। বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক সাধু লালা রাজেন্দ্র প্রসাদ।
প্রাচীনতম এই বিদ্যালয়টির একটি বিশেষ ইতিহাস আছে। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে জনৈক সাধু লালা রাজেন্দ্র প্রসাদ এই পল্লীতে জনসাধারণের শিক্ষা ব্যবস্থার জন্য একক প্রচেষ্টায় এই বিদ্যালয়টি এম, ই (মধ্য ইংরেজী) স্কুল হিসাবে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে ১৯৩০ সালে এই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ বাবু নগেন্দ্র নাথ সেন ব্যাপক অর্থ ও জমি দান করে বিদ্যালয়টির জন্য সুরম্য স্থায়ী ভবন নির্মাণ করেন এবং বিদ্যালয়টিকে এম, ই, (মধ্য ইংরেজী স্কুল হতে এইচ, ই , উচ্চ ইংরেজী, স্কুলে উন্নীত করেন। তার এই মহৎ দানে সন্তুষ্ট হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়টি তার পিতা বানী কান্ত এর নামের সাথে রায় গ্রামের নামটি সংযুক্ত করে বিদ্যালয়টির নামকরণ করা হয় রায়গ্রাম বানীকান্ত উচ্চ ইংরেজী বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৩০ সালে উচ্চ ইংরেজী স্কুল হিসাবে প্রথম সরকারী অনুমোদন লাভ করে। ১৯৪৭ সালে বাবু নগেন্দ্রনাথ সেনের প্রচেষ্টায় বিদ্যালয়টি স্থায়ীভাবে সরকারী অনুমোদন লাভ করে। উচ্চ ইংরেজী স্কুলটির প্রথম সুযোগ্য প্রধান শিক্ষক ছিলেন বাবু দেবেন্দ্রনাথ গুহ ঠাকুরতা। পরবর্তীতে বহু সনামধন্য শিক্ষকগণ বিদ্যালয়টিতে শিক্ষকতা করেন। বিদ্যালয়টি কালীগঞ্জ উপজেলার একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত