
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > কোটচাঁদপুর উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৫৩)
এই পৃষ্ঠাটি মোট 16193 বার পড়া হয়েছে
কোটচাঁদপুর উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৫৩)
কোটচাঁদপুর উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান কোটচাঁদপুর উচ্চ বালিকা বিদ্যালয়। কোটচাঁদপুর উপজেলাটি ছোট একটি উপজেলা কিন্তু প্রাচীন ঐতিহ্যবাহী। কোটচাঁদপুরের শহরটুকু বাদ দিলে উপজেলার সর্বত্রই গ্রাম বাংলার আদি রূপ বিরাজমান। অশিক্ষা আর দারিদ্রতা কোটচাঁদপুরের পার্শ্ববর্তী সর্বত্র। এই অশিক্ষা কুশিক্ষা দূর করার লক্ষ্যে নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার মানসিকতা নিয়েই ১৯৫৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টির আত্মপ্রকাশ ঘটে। বিদ্যালয়টি ১৯৬৭ সালে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় এবং যশোর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও বিভিন্ন সময় উহার উন্নয়নের ক্ষেত্রে মোঃ মান্নান সরদার, মোঃ রফিউদ্দীন সরদার, মোঃ নুর মোহাম্মাদ সরদার,এ,এস,এম, নবী চৌধুরী (পান্নু মিয়া), মোহাম্মদ আহম্মদ, আলহাজ্ব মোঃ মকবুল হোসেন ও তৎকালীন প্রধান শিক্ষক মোঃ আবদুর রউফ প্রভৃতি ব্যক্তিবর্গ বিশেষ অবদান রাখেন। বর্তমানে বিদ্যালয়টি ০.৪৩ একর জমির উপর ১৮ কক্ষ বিশিষ্ট এল আকৃতির বৃহৎ দ্বিতল ভবন নিয়ে অবস্থিত। বিদ্যালয়টি কোটচাঁদপুর উপজেলার নারী শিক্ষার একটি আদর্শ ঐতিহ্যবাহী বিদ্যপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল