
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > সাফদারপুর মুনসুর আলী একাডেমী (১৯৬০)
এই পৃষ্ঠাটি মোট 16187 বার পড়া হয়েছে
সাফদারপুর মুনসুর আলী একাডেমী (১৯৬০)
গ্রাম্য অশিক্ষিত লোকও যে একটি মহৎ এবং বৃহৎ কাজ করতে পারে এই বিদ্যালয়টি তার প্রকৃত উদাহরণ। সাফদারপুর মুলত একটি অবহেলিত অখ্যাত গ্রাম্য জনপদ। যশোর হতে দর্শনা পর্যন্ত রেল লাইন স্থাপনের পর এই স্থানটিতে একটি ষ্টেশন স্থাপিত হয় এবং তখন থেকেই এই এলাকা সভ্য সমাজে পরিচিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা পাঁচু মোড়লের কিছু জমি জনৈক টাউট ফাঁকি দিয়ে আত্মসাৎ করে। তখনই পাঁচু মোড়লের উপলব্ধি হয় যে, শুধুমাত্র শিক্ষা না থাকার কারনেই সে আজ প্রতারিত এবং এই ধরনের প্রতারনার ফাঁদে আর যেন কেউ না পড়ে তাই ভেবে ১৯৬০ খৃষ্টাব্দে তার শেষ সম্বল ০.৮৮ একর জমি স্কুল গৃহের জন্য দান করেন। সেই জমির উপর গড়ে ওঠে এই হাই স্কুল। বর্তমানে ০.৮৮ একর জমির উপর ৬ কক্ষ বিশিষ্ট টিন সেডের পাকা ঘর নিয়ে বিদ্যালয়টি অবস্থিত।
প্রথম পর্যায়ে অল্প সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে একটি সাধারণ গৃহে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টির শ্রেণী কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে তৎকালীন এম, এন, এ, মহম্মদ মনসুর আলী নগদ অর্থ ও বিদ্যালয়টির অনুমোদনের ব্যাপারে ব্যপক সাহায্য করেন বলে সফদারপুর গ্রামের নামের সাথে মুনসুর আলীর নামটি সংযুক্ত করে বিদ্যালয়টির নামকরণ করা হয় সফদারপুর মুনসুর আলী একাডেমী। বিদ্যালয়টি ১৯৬৮ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যশোর শিক্ষা বোর্ড কর্র্তৃক অনুমোদন লাভ করে। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কাজী সিরাজুল ইসলাম। বিদ্যালয়টি এই গ্রামের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল