
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > জালালপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৮)
এই পৃষ্ঠাটি মোট 16123 বার পড়া হয়েছে
জালালপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৮)
চিত্রা নদীর তীরে এক নৈসর্গিক পরিবেশে প্রায় চার একর জমির উপর ছয় কক্ষ বিশিষ্ট দুইটি দালান ঘর নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। এলাকাবাসীদের মধ্যে জ্ঞানের আলো ছড়ানোর লক্ষ্যে ১৯৬৮ সালে এটি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করেন মরহুম মোঃ আইউব হোসেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর বিশেষ সহযোগী ছিলেন জালালপুর গ্রামের মরহুম আব্দুল জব্বার, মোঃ মঈনুল মিয়া, বাবু কিরণচন্দ্র সেন, বাবু সুধীর কুমার দাস, মরহুম গোলাম কিবরিয়া লস্কর, মরহুম আবদুস সাত্তার লস্কর, তৎকালীন থানা শিক্ষা অফিসার মোঃ ফজলুল করিম, তৎকালীন সার্কেল অফিসার মোঃ শামসুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়টি উন্নয়নের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা রেখেছেন মোঃ মাহাতাব হোসেন মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ মঈনুল মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার সাধারণ জনগন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি ১৯৭০ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রথম স্বীকৃতি লাভ করে। মোঃ তৈয়বুর রহমান প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বিদ্যালয়টি এই এলাকার শিক্ষার্থীদের শিক্ষা লাভের একটি আদর্শ বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল