
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > মহেশপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় (১৮৫৭)
এই পৃষ্ঠাটি মোট 15994 বার পড়া হয়েছে
মহেশপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় (১৮৫৭)
মহেশপুর উপজেলার প্রাণকেন্দ্রে মহেশপুর দ্বিমুখী বিদ্যালয়টি অবস্থিত। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের পর ভারতবর্ষে ইংরেজী শিক্ষার ব্যাপক প্রসারতা লাভ করে। এ ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন ইংরেজী প্রভাবান্বিত তৎকালীন জমিদার সম্প্রদায়গণ। তাদেরই প্রচেষ্টায় ১৮৬৩ সালে উচ্চ ইংরেজী বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই সময় বিদ্যালয়টির যাবতীয় ব্যয়ভার বহন করতেন স্থানীয় জমিদারগণ। এই সকল জমিদারগণের পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। এর পরবর্তী র্পযায়ে ১৯৪৭ সালের পরে বিদ্যালয়টির উন্নয়নের জন্যে বিশেষ অবদান রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্তমানে ৪.৫২ একর জমির উপর ১৪কক্ষ বিশিষ্ট এল আকৃতির দ্বিতল ভবন, কমিউনিটি স্কুলের ৪ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি মহেশপুর উপজেলার একটি প্রাচীনতম আদর্শ বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল