
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > বিষয়খালী এস, এম, মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৯)
এই পৃষ্ঠাটি মোট 16029 বার পড়া হয়েছে
বিষয়খালী এস, এম, মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৯)
বেগবতি নদীর তীরে এক মনোরম পরিবেশে ১৯৬৯ সনে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এই বিদ্যালয়টির প্রথম সূচনা হয়। ১.৫০ একর জমির উপর পাকা দেওয়াল, টিনশেড বিশিষ্ট ৬ কক্ষের গৃহ নিয়ে বিদ্যালয়টি অবস্থিত।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন বিষয়খালি গ্রামের মরহুম আব্দুর রহিম ও মিরের হুদা গ্রামের ওয়াজির আলী। তাঁরা দু’জনই বিদ্যানুরাগী ও সমাজসেবী ব্যক্তি ছিলেন। ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে এখানে পাক বাহিনীর সাথে মুক্তি যোদ্ধাদের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ঐ যুদ্ধে এই এলাকার তৎকালীন পার্লামেন্ট সদস্য মোঃ ইকবাল আনোয়ারের পুত্র মোস্তফা নিহত হন। তার স্মৃতির প্রতি সম্মান পূর্বক এই বিদ্যালয়টির নামকরণ করা হয় শহীদ মোস্তফা (এস, এম,) বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৭২ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ডের প্রথম অনুমোদন লাভ করে। বিদ্যালয়টি এই এলাকার একটি উল্লেখযোগ্য বিদ্যাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত