
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > ঝিনাইদহ ওয়াজির আলী উচ্চ বিদ্যালয় (১৯০৩)
এই পৃষ্ঠাটি মোট 15917 বার পড়া হয়েছে
ঝিনাইদহ ওয়াজির আলী উচ্চ বিদ্যালয় (১৯০৩)
কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি মরহুম ওয়াজির আলী সরদার ১৯০৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। মরহুম ওয়াজির আলী একজন শিক্ষানুরাগী ও সমাজ সেবী ব্যক্তি হিসাবে এই এলাকায় বিশেষ পরিচিত ছিলেন। ১ একর ৪৯ শতক জমির উপর ৬ কক্ষবিশিষ্ট একতলা ভবন ও ৪কক্ষ বিশিষ্ট সেমিপাকা ভবন নিয়ে দাঁড়িয়ে আছে বিদ্যালয়টি।
ঝিনাইদহ অঞ্চলের জনসাধারণের মধ্যে জ্ঞানের আলো ছড়ানোর জন্য বিশেষ করে অজ্ঞ মুসলমান সমাজকে ইসলামী চিন্তা চেতনা ও শিক্ষা দানের ধ্যান ধারনা নিয়ে আজ থেকে ৮৭ বছর আগে মরহুম ওয়াজির আলী ১৯০৩ সালে ঝিনাইদহ শহরে তাঁদের নিজস্ব ভূমিতে একটি নিউস্কীম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। উক্ত মাদ্রাসা পরিচালনার ব্যয় হিসাবে মরহুম ওয়াজির আলী সরদার মাসিক ৩০ টাকা হারে অনুদান দিতেন। ১৯৬৫ সাল পর্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুদান নিয়মিতভাবে পেয়েছেন। পরবর্তী পর্যায়ে সরকার ওয়ার্কফ সম্পত্তি হুকুম দখল করায় উক্ত অনুদান স্থগিত হয়ে যায়। ১৯৬২ সালে এই মাদ্রাসাটিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা হয় এবং ১৯৬৬ সালে বিদ্যালয়টি যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টির উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন পি, আর, দত্ত (প্রাক্তন ভারপ্রাপ্ত মহকুমা প্রশাসক), মৌলবি মতিয়ার রহমান, ডাঃ মুহাম্মাদ সিরাজুল ইসলাম, মুহাম্মদ হায়দার আলী, মোঃ মকবুল হোসেন, মোঃ আবদুর রব চৌধুরী, (প্রাক্তন মহকুমা প্রশাসক) ও এই এলাকার বিদ্যেৎসাহী ব্যক্তিবর্গ। বিদ্যালয়টি ঝিনাইদহ জেলার প্রাচীনতম বিদ্যাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত