
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > কাঞ্চননগর মডেল হাই স্কুল (১৯৭৩)
এই পৃষ্ঠাটি মোট 16502 বার পড়া হয়েছে
কাঞ্চননগর মডেল হাই স্কুল (১৯৭৩)
এই এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ কর্তৃক ১৯৭৩ সালে স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে। স্কুলটির বর্তমান জমির পরিমাণ এক একর এক শতক মাত্র। স্কুলের সার্বিক কার্যক্রমের জন্য রয়েছে একটা দ্বিতল ভবন, একটা একতলা ভবন ও একটা টিনের আধাপাকা গৃহ আছে।
১৯৭৩ সালে ১ জানুয়ারী এই বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়েছিল অধুনা প্রতিষ্ঠিত রেডক্রস ভবনের চত্বরে একটা তাবুর মধ্যে। কেননা এই সময় স্কুলের কোন জমি ছিল না। প্রথম পর্যায়ে যে সকল বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি গড়ে উঠে তাঁদের মধ্যে বিশেষ স্মরণীয় মোঃ আমির হোসেন এ্যাডভোকেট, এস, এম শহীদুল্লাহ এ্যাডভোকেট, এস, এম মোজাম্মেল হোসেন, ডাঃ কে আহম্মদ প্রমুখ। ১৯৭৩ সালের মাঝামাঝি তৎকালীন ঝিনাইদহ মহকুমার, মহকুমা প্রশাসক এ, টি, এম গিয়াসউদ্দীন ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ১৭ শতাংশ জমির ব্যবস্থা করে দিয়ে প্রাথমিকভাবে একটা টালির ঘরে বিদ্যালয়টির শ্রেণী কার্যক্রমের ব্যাবস্থা করে দেন। এ প্রসঙ্গে তাঁর নাম এই বিদ্যালয়ের ইতিহাসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। পরবর্তীকালে বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আবেদীন, প্রাক্তন জেলা প্রশাসক আসাদউজ্জ্মান ভূইঁয়া ও খোন্দকার সাখাওয়াৎ হোসেন বিদ্যালয়টির উন্নয়নের জন্য বিশেষ অবদান রাখেন।
বিদ্যালয়টি ১৯৮৬ সালে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। ১৯৮৮ সালে কাঞ্চন নগর মডেল হাই স্কুলটি ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সরকারী স্বীকৃতি পায়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রথম শ্রেণী হতে দশম শ্রেণী কার্যক্রম প্রচলিত আছে। এই বিদ্যালয়টি শহরের কনিষ্ঠতম বিদ্যালয় হওয়া সত্ত্বেও সগৌরবে শিক্ষার ইতিহাসে স্থান দখল করতে সক্ষম হয়েছে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত