
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > শহীদ স্মৃতি (বহুমুখী) বিদ্যাপীঠ, ঝিনাইদহ (১৯৬৪)
এই পৃষ্ঠাটি মোট 16278 বার পড়া হয়েছে
শহীদ স্মৃতি (বহুমুখী) বিদ্যাপীঠ, ঝিনাইদহ (১৯৬৪)
ঝিনাইদহ শহরের পশ্চিম প্রান্তে এক প্রাকৃতিক মনোরম পরিবেশে ১.০২১/২ একর জমির উপর ৬ কক্ষ বিশিষ্ট একটি দ্বিতল ভবন, ২ কক্ষ বিশিষ্ট একটি একতলা ভবন ও একটি সেমি পাকা ছাত্র মিলনায়তন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। ঝিনাইদহের খোর্দ্দ গ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যোৎসাহী ব্যক্তি শ্রী সুশীল কুমার বসু ১৯৬৪ খৃষ্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
১৯৬৪ সালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় গৃহে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টির আত্নপ্রকাশ ঘটে। ১৯৭০ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রথম যশোর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পর্যায়ে অধিকাংশ জমি দান করেন প্রতিষ্ঠাতা শ্রী সুশীল কুমার বসু ও পরবর্তী পর্যায়ে বিদ্যালয়টির উন্নয়নের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জমি ক্রয় করেন। বিদ্যালয়টির পরিচালনা পরিষদের প্রথম সম্পাদক ছিলেন মৌলানা আব্দুস সাত্তার আব্বাসী ও প্রথম সভাপতি ছিলেন এ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম। প্রথম পর্যায়ে বিদ্যালয়টির নামকরণ করা হয় “চাকলা জুনিয়ার হাই স্কুল”। ১৯৭২ সালে তৎকালীন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী অধ্যাপক মোঃ ইউসুফ আলী ও বিশিষ্ট রাজনীতিবিদ নূর-এ-আলম সিদ্দিকী বিদ্যালয়টি পরিদশনে আসেন এবং তাদের পরামর্শ ক্রমে শহীদদের প্রতি সম্মান পূর্বক বিদ্যালয়টির নাম পরিবর্তন করে বিদ্যালয়টির নামকরণ করা হয় “শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। বিদ্যালয়টি উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিশেষ ভূমিকা রাখেন এ্যাডভোকেট কাজী আলাওল হক, মোঃ ইব্রাহীম খলিল ও তৎকালীন প্রধান শিক্ষক মরহুম মোঃ গোলাম মোস্তফা। বিদ্যালয়টি এলাকাবাসীদের প্রচেষ্টায় ও বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় একটি উন্নতমানের বিদ্যালয়ে পরিনত হয়েছে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত