
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > গাড়াগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৬২)
এই পৃষ্ঠাটি মোট 16149 বার পড়া হয়েছে
গাড়াগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৬২)
১৯৬২ সালের পূর্বে এখানে শিক্ষা প্রতিষ্ঠান বলতে একটা প্রাইমারী স্কুল এবং তারও পূর্বে ছিল একটি মাদ্রাসা। ১৯৬২ সালে আব্দুর রাজ্জাক, উপ-বিভাগীয় প্রকৌশলী, গাড়াগঞ্জ এর পৃষ্ঠপোষকতায়, মোঃ মনিরুদ্দীন মোল্যা, শেখ মোঃ এহসান আলী, মোঃ হুজুর আলী বিশ্বাস, মোঃ নুরুল ইসলাম, মোঃ আরশাদ আলী জরদার, মোঃ খোশাল জর্দার প্রমুখ বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সক্রিয় সহযোগিতায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে গড়ে উঠে। ১৯৬৪ সালে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি বর্তমানে ৩.৬৮ একর জমির উপর ১২ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন, ২ কক্ষ বিশিষ্ট একতলা ভবন ও টিন সেডের একটি বড় গৃহ নিয়ে অবস্থিত। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুর রউফ (বি,এ)। বিদ্যালয়টি এই এলাকার একটি উল্লেখযোগ্য বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল