
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > ধাওড়া উচ্চ বিদ্যালয়
এই পৃষ্ঠাটি মোট 16051 বার পড়া হয়েছে
ধাওড়া উচ্চ বিদ্যালয়
শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামের এক নৈসর্গিক পরিবেশে ৩.৮ একর জমির উপর ২ কক্ষ বিশিষ্ট পাকা ভবন ও কয়েক কক্ষ বিশিষ্ট দুইটি সেমিপাকা ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। গ্রাম্য ছেলেমেয়েদের মাঝে শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে একটি সাধারণ গৃহে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টির আত্মপ্রকাশ ঘটে এবং ১৯৭৩ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে সরকারী অনুমোদন পায়। ১৯৭৬ সালে এটি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষাবোর্ড কর্তৃক প্রথম অনুমোদন লাভ করে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও বিভিন্ন সময়ে এর উন্নয়নের ক্ষেত্রে যে সকল বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের অবদান বিশেষ স্মরনীয় তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, মোঃ মোশারফ হোসেন, আবুল হোসেন মোল্যা, মোঃ শমশের আলী বিশ্বাস, মোঃ মকবুল হোসেন মোল্যা, আঃ সাত্তার শিকদার, মোঃ নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মশিউজ্জামান ও যশোর শিক্ষা বোর্ডের উপসচিব মোঃ নজরুল ইসলাম প্রমুখ। পরবর্তীতে বিদ্যালয় গৃহ নির্মাণের ক্ষেত্রে আর্থিক সহযোগিতার ব্যাপারে বিশেষ ভূমিকা রাখেন শৈলকূপা উপজেলার প্রথম নির্বাহী কর্মকর্তা মিঃ হরেন্দ্রনাথ ও বাংলাদেশ সরকারের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল মান্নান সিদ্দিকী। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন খাঁন আবু হানিফ (বি,এ)। বিদ্যালয়টি এই এলাকার শিক্ষার্থীদের শিক্ষালাভের একমাত্র মাধ্যমিক বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল