
Home সাহিত্যিক / Litterateur > মুন্সি মোজাহার উদ্দিন / Munshi Mojahara Uddin (1867-1948)
এই পৃষ্ঠাটি মোট 91320 বার পড়া হয়েছে
মুন্সি মোজাহার উদ্দিন / Munshi Mojahara Uddin (1867-1948)
মুন্সি মোজাহার উদ্দিন
Munshi Mojahara Uddin
Home District: Narail, Kalia
জন্ম ও পরিচয়:
সুবিখ্যাত ভাবগানের বয়াতি ও ভাবগান রচয়িতা মুন্সি মোজাহারউদ্দিন বর্তমান নড়াইল জেলার কালিয়া উপজেলার মধুমতি নদী তীরের টোনা গ্রামে ভূমিষ্ঠ হন। মুন্সি মোজাহারের পিতার নাম মুন্সি তেলেম হোসেন। মুন্সি সাহেব কবিতার ভাষায় তার পারিবারিক পরিচিতি এইভাবে বর্ণনা করেছেন:
‘আরবি তৃতীয়াক্ষার প্রথমে বসিয়া
পক্ষ পরে লেখা এর দক্ষিণে জুড়িয়া ॥
আলির দ্বিতীয় নুত রাখ তার পরে
তারসূত কবিকার পরিচয় করে ॥
বর্তমানে আছি এবে পঞ্চ সহোদর
টোনায় বসতি মম জিলা যশোহর ॥
বংশে ছিল উর্ধতন দ্বাদশ পুরুষ
গিরু মিয়া নাম ছিল পরম পুরুষ ॥
এমন বোজর্গ ছিল প্রতাপ সংসারে
নামাজ পড়িত পাঁচ ওয়াক্ত কাবা ঘরে ॥
কুমিরের পিঠে চড়ি নদী হতেন পার
সেবিত বনের বাঘ সিংহ অজাগার ॥
শিক্ষাজীবন:
মুন্সি মোজাহার উদ্দিন বাল্যকালে স্থানীয় মক্তবে অধ্যয়ন শুরু করেন। এরপর তিনি স্কুল ও মাদ্রাসায় অধ্যয়ন করেন। শোনা যায়, তিনি এনট্রান্স পাশ করেন।
কর্মজীবন:
মুন্সি মোজাহারউদ্দিন প্রথম জীবনে শিক্ষাকতা ও ওয়াজনছিহতকে পেশা হিসেবে গ্রহণ করেন। বিখ্যাত রাজনীতিবিদ অগ্নিপুরুষ সৈয়দ নওশের আলি ও এককালে পূর্ব পাকিস্তান পরিষদের স্পিকার ও সাহিত্যিক আবদুল হাকিম তার নিকট আত্মীয় ছিলেন। মুন্সি সাহেব নড়াইল-যশোর জেলার তে-ভাগা আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে পড়েন। তিনি কৃষক আন্দোলনের পক্ষে বহু জনপ্রিয় গানও রচনা করেন। তিনি ছিলেন বিশিষ্ট বাগ্মী ও যুক্তিবাদী। মুন্সি মোজাহারের ভাবগানের শিষ্য ছিলেন, বালা মিয়া, ইয়ার আলি বয়াতি, ইরফান বয়াতি, মওলাম খাঁ, মসলেম বয়াতি, ইসমাইল সরদার প্রমুখ।
রচিত গান ও প্রকরণ:
মুন্সি মোজাহার উদ্দিনের রচনা যেমন শালীন তেমনি পান্ডিত্যপূর্ণ। তাঁর রচিত গানের সংখ্যা ২৫০। গানগুলো গ্রন্থাকারে প্রকাশ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু নানা প্রতিকুলতায় তা সম্ভব হয়নি। মোজাহার মুন্সির রচিত গানের প্রকরণ হলো, জারি, ধুয়া, ভাবগান, পান চাষের গান, পাট চাষের গান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গান, মম্বান্তরের গান, রাধা বিচ্ছেদ, কৃষ্ণবিচ্ছেদ, শ্যামা সঙ্গীত প্রভৃতি। এখানে আমরা মুন্সি মোজাহারউদ্দিনের ১৩৫০ সালের মহাযুদ্ধের প্রতিক্রিয়ায় রচিত একটি গানের অংশ বিশেষ উদ্ধৃত করছি:
তেরশত পষ্ণাশ সালে হায় মন্বন্তর এলো দুনিয়ায়
অন্নবেগর মানুষ মারা যায়,
কোটি পতি ছিলো যারা পথের তিখারি হয়
বাড়িঘর ত্যজ্য করে পথে ঘাটে ভিখ মেগে খায়,
কেবা কার সব একাকার ভাই বেরাদার কেহই কারো নয়
কেউ কোলের ছেলে ফেলে দড়ি দেয় আপন গলে
জন্মের মতো ক্ষুধার জ্বালা ঠান্ডা করে দেয় ॥
মুন্সি মোজাহার উদ্দিন স্ত্রী,৩ পুত্র ৪ কন্যা এবং অসংখ্যা গুণগ্রাহী রেখে ১৯৪৮ সালে ইন্তেকাল করেন।
তথ্য সূত্র: বৃহত্তর যশোরের লোকবি ও চারণকবি
লেখক: মহসিন হোসাইন