
Home নড়াইল জেলা / Narail District > নড়াইল টাউন কমিটি / Narail Town Committee
এই পৃষ্ঠাটি মোট 86794 বার পড়া হয়েছে
নড়াইল টাউন কমিটি / Narail Town Committee
নড়াইল টাউন কমিটি
Narail Town Committee
১৯২৮সালে নড়াইল ইউনিয়ন বোর্ড স্থাপিত হয়। ১৯৬০ সালে ইহা ইউনিয়ন কাউন্সিলে রূপান্তরিত হয়। ১৯৬৫সালে পুনরায় ইউনিয় কাউন্সিলকে টাউন কমিটি হিসাবে পুনর্গঠন করা হয়। টাউন কমিটির আওতাধীন সীমান ছিল ১১'৪ বর্গমাইল এবং জনসংখ্যা ছিল ১৬,৮৬৫ জন। নির্বাচিত একজন চেয়ারম্যানসহ ১১ জন সদস্যের সমন্বয়ে এই কমিটি গঠিত ছিল। নড়াইল মহকুমার মহকুমা প্রশাসক ছিলেন এর নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা।
টাউন কমিটির দায়িত্বের মধ্যে ছিল ৫ মাইল পাকা রাস্তা, ১০ মাইল কাঁচা রাস্তা, ৩৬১টি বাড়ী, ৩টি উচ্চ বিদ্যালয়, ২টি জুনিয়র হাই স্কুল, ১টি মাদ্রাসা, ৩টি নৈশ স্কুল, ৯টি অবৈতনিক প্রাইমারী স্কুল, ২টি গ্রন্থাগার, ২টি বাজার, ৪টি ফেরীঘাট, ২টি কবরস্থান, ১টি শ্বশান ঘাট, ১টি কমিউনিটি সেন্টার ও ১টি ডিসপেনসারী।
১৯৬৫-৬৬ অর্থ বছরে টাউন কমিটির ব্যয় ছিল ১৬,০১৫'১০টাকা এবং ১৯৬৬-৬৭সালে ব্যয় ছিল ২৫,৯৩৪'৮৯টাকা।
নড়াইল পৌরসভা:
বাংলাদেশ লোকাল কাউন্সিল এবং মিউনিসিপ্যাল কমিটির (সংশোধন) অধ্যাদেশ ১৯৭২ অনুসারে টাউন কমিটি পৌরসভায় রূপান্তরিত হয়। ১৯৭৩ সালে পৌরসভার নির্বাচন হয়। ১৯৭৪ সালের লোক গণনা অনুসারে নড়াইল পৌরসভার লোক সংখ্যা ২১,০২৩ জন। ১৯৮১ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩১,০৩২ জন। ১৯৯১ সালের লোক গণনা অনুসারে লোকসংখ্যা ছিল ২৭,০০০ জন।
১৯৯৩-৯৪ অর্থ বছরে নড়াইল পৌরসভার আয় ছিল ১,৩৪,১১,৭২২ টাকা এবং ব্যয় ছিল ১,০৫,৮৯,০৫৪ টাকা।
কালিয়া পৌরসভা:
বাংলাদেশ লোকাল কাউন্সিল ও মিউনিসিপ্যাল কমিটি অধ্যাদেশ ১৯৭৬ অনুসারে ১-৬-৭৬ তারিখে কালিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। থানা সার্কেল অফিসার প্রশাসক হিসাবে পৌরসভার দায়িত্ব পালন করতেন। ১৯৭৪ সালের সেনসাস অনুসারে লোকসংখ্যা ছিল ১৩,৭৫০ জন। হোল্ডিং সংখ্যা ছিল ২৪২৭। ১৯৮১-৮২ সালে পৌরসভার আয় ও ব্যয় ছিল ২,৯৯,৮৯০ টাকা।
১৯৭৯ সালে পৌরসভার ১ম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একজন নির্বাচিত চেয়ারম্যান এর দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৯২-৯৩ সালে পৌরসভার আয় ছিল ৩৪,২৯,৯৭৭'৩৪ টাকা, ব্যয় ছিল ২৮,৬৮,৪০৮'২৭ টাকা। ১৯৯৩-৯৪ অর্থ বছরে পৌরসভার আয় ও ব্যয় ছিল যথাক্রমে ৯২,৮৪,১২০ টাকা ও ৯২,১১,৮০৯'৫৯ টাকা। ১৯৮১ সালের লোক গণনা অনুসারে লোকসংখ্যা ছিল ২২,০৪৬ জন। বর্তমানে কালিয়া পৌরসভার ৩টি ওয়ার্ড ও ১৬টি মহল্লার সমন্বয়ে গঠিত।
তথ্যসূত্র : যশোর গেজেটিয়ার