
Home ভাষা ও সংস্কৃতি (Language and Culture) > নড়াইলে এতিহ্যবাহী ঘোড়াদৌড় অনুষ্ঠিত
এই পৃষ্ঠাটি মোট 86997 বার পড়া হয়েছে
নড়াইলে এতিহ্যবাহী ঘোড়াদৌড় অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়া উপজেলার সরুশুনায অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরুশুনা গ্রামের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যশোরের বাঘারপাড়া, খুলনার তেরখাদার ঘোড়াসহ নড়াইলের বিভিন্ন অঞ্চলের ২০টি ঘোড়া অংশ গ্রহণ করে।
৪ রাউন্ড প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম বিজয়ী ঘোড়ার মালিক নড়াইল সদরের আগড়া গ্রামের আলি মিয়াকে ৩ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী ঘোড়ার মালিক সদর উপজেলার নূর মোহাম্মদ নগরের (মহিষখোলা) আক্তারুজ্জামানকে ২ হাজার ৫শত টাকা এবং তৃতীয় বিজয়ী ঘোড়ার মালিক লোহাগড়া উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের লিটু মিয়াকে ২ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া সান্তনা পুরষ্কার দেয়া হয়েছে অন্যান্য ঘোড়ার মালিককে। পুরস্কার বিতরণ করেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু। এসময় উপস্থিত ছিলেন নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল আমীর লিটু, লাহুড়িয়া ইউপির সদস্য (মেম্বার) নান্নু শেখ, ফরহাদ শেখ, গ্রামের প্রবীণ মাতবর মুন্সী মাহবুবুর রহমান, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান মিঠু, আব্দুল আজিজ, মুক্তার শেখ প্রমুখ।
এছাড়া রাতব্যাপী জারিগান পরিবেশন করেন, জারিশিল্পী আলমগীর হোসেন ও নিলুফার ইয়াসমিন।
ঘোড়া দৌড়কে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত মেলা চলে। মেলায় শতাধিক স্টলে কুঠির শিল্প, হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের পন্যের বেচাকেনাও ছিল জমজমাট।
ঘোড়াদৌড় দেখতে নাওরা গ্রামের গোলাম নবী জানান, গ্রামীণ এই উৎসবকে কেন্দ্র করে আমাদের এলাকায় অন্যরকম আনন্দ-আমেজ সৃষ্টি হয়। বাড়িতে বাড়িতে এসেছেন আত্মীয়-স্বজন ও মেয়ে-জামাই।
মেলা উদ্যাপন পর্ষদের সদস্য আব্দুল আজিজ জানান, সরুশুনা গ্রামে দীর্ঘকাল ধরে এ মেলা ও ঘোড়াদৌড় অনুষ্ঠিত হয়ে আসছে।