বাংলা নববর্ষে এভাবেই প্রথম যশোর শহরে বের হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। এরপর তা সারা দেশে ছড়িয়ে পড়ে। এমনকি প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গেও শুরু হয় নববর্ষের মঙ্গল শোভাযাত্রা। যশোরের চারুপীঠ নামের একটি সংগঠন ১৯৮৫ সালে প্রথম বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা বের করে। এর উদ্যোক্তা ছিলেন চারুপীঠের প্রতিষ্ঠাতা তরুণ শিল্পী মাহবুব জামাল শামীম, হিরন্ময় চন্দ, ছোট শামীমসহ কয়েকজন। এর আগে এই উপমহাদেশে বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রার কোনো ইতিহাস নেই। চারুপীঠের পর ১৯৮৯ সালে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকায় মঙ্গল শোভাযাত্রা বের করেন। ১৯৯০ সালে বরিশাল ও ময়মনসিংহ শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এর চার বছর পর ১৯৯৪ সালে পশ্চিমবঙ্গের বনগাঁও শহরে ও শান্তিনিকেতনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। গত কয়েক বছর ধরে নববর্ষ উপলক্ষে দেশব্যাপী মঙ্গল শোভাযাত্রা বের করা হচ্ছে।
রঙ-বেরঙের প্রজাপতি ডানা মেলে উড়ছে।
মুখোশ পরে নেচে গেয়ে বেড়াচ্ছে বর্ণিল
পোশাকের তরুণ-তরুণীরা। বাজছে কাঁসর,
ঢোল। আজ থেকে ২৮ বছর আগের এক দৃশ্য।
বিপুল হোসেন: