
Home নড়াইল জেলা / Narail District > কালিয়া উপজেলা / Kalia Upazila
এই পৃষ্ঠাটি মোট 86909 বার পড়া হয়েছে
কালিয়া উপজেলা / Kalia Upazila
কালিয়ার নামকরণ :
কালিয়া নামের সঠিক কোন তথ্য পাওয়া যায় না। কালিয়া আরবী শব্দ। আবার সংস্কৃত শব্দ হিসেবে কালিয়া ব্যবহার হয়েছে। কালিয়া আরবী শব্দ

ভৌগোলিক অবস্থান :
৩১৭.৬৪ বর্গ কি: মি: আয়তন বিশিষ্ট কালিয়া উপজেলা উত্তরে নড়াইল সদর এবং লোহাগড়া উপজেলা, দক্ষিণে তেরোখাদা, মোলস্নাহাট এবং দিঘালিয়া উপজেলা, পূর্বে গোপালগঞ্জ সদর উপজেলা এবং পশ্চিমে অভয়নগর ও নড়াইল সদর উপজেলা দ্বারা বেষ্টিত।
প্রধান নদ-নদী ও বিল :
প্রধান নদী নবগঙ্গা, মধুমতি এবং আঠারোবাকি।
বিল-বাওড় মোট ২১টি, এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বর্নালী, চাচুড়ী এবং ফটেশ্বরী বিল।
শহরের আয়তন ও জনসংখ্যা :
কালিয়া শহর ৯টি ওয়ার্ড ও ১৯টি মহল্লা নিয়ে গঠিত। শহরের আয়তন ৩০.৯১ বর্গ কি: মি:।
মোট জনসংখ্যা ১৭৬৯৪। পুরুষ ৫০.৪২% ও মহিলা ৪৯.৫৮%। প্রতিবর্গ কি: মি: এ জনসংখ্যার ঘনত্ব ৫৭২। শহরের অধিবাসীদের মধ্যে সাক্ষরতার হার ৩২%। শহরে একটি ডাকবাংলা আছে।
প্রশাসন :
কালিয়া উপজেলা ১৮৬৬ সালে থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১টি পৌরসভা, ১২টি ইউনিয়ন পরিষদ, ১১১টি মৌজা এবং ১৮৪টি গ্রাম নিয়ে উপজেলাটি গঠিত।
স্থাপত্য ঐতিহ্য এবং প্রত্নতাত্তিক নিদর্শন :
কদমতলায় এক গম্বুজ মসজিদ (মুঘল আমল), পারুলিয়া গ্রামে পরিত্যাক্ত ভবন (পর্তুগীজদের দ্বারা নির্মিত) এবং আরজী বাঁশ গ্রামে প্রাচীন ভূগর্ভস্থ ভবনসমূহ (সপ্তম শতক)।
ঐতিহাসিক ঘটনাবলী :
১৯৭১ সালের ৮ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধা ও পাকিস্তানী বাহিনীর মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয়। (কালিয়া হাইস্কুল ও ডাক বাংলায় অবস্থানরত পাক বাহিনী)। এই যুদ্ধ পাকিস্তান সেনাবাহিনীর ৩জন সদস্য এবং ৭জন রাজাকার নিহত হয়েছিল, আর মুক্তিযোদ্ধা নিহত হয়েছিল ৩জন।
জনসংখ্যা :
উপজেলার মোট জনসংখ্যা ১৯৬৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ৫০.৫৮%, মহিলা ৪৯.৫৮% জন, মুসলমান ৭৬.৭২%, হিন্দু ২৩.২৭% এবং খৃষ্টান ০.০১%।
ধর্মীয় প্রতিষ্ঠান :
মসজিদ ২৯৩টি, মন্দির ৭৭টি, সমাধি ৩টি এবং গীর্জা ১টি।
সাক্ষরতা :
গড় সাক্ষরতা ৩১.৯%। এর মধ্যে পুরুষ ৩৮.৪% ও মহিলা ২৫.৩%।
শিক্ষা প্রতিষ্ঠান :
কলেজ ২টি, উচ্চ বিদ্যালয় ২৪টি, মাদ্রাসা ৭টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯১টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৫৩টি, স্যাটেলাইট স্কুল ১০টি ও কিন্ডার গার্ডেন ১টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কালিয়া পাইলট হাইস্কুল (১৮৬৫), বরইপাড়া প্রাথমিক বিদ্যালয় (১৮৫০) এবং বাবরা প্রাথমিক বিদ্যালয় (১৮৯৫)।
সাংস্কৃতি সংগঠন :
ক্লাব ২২টি, গণগ্রন্থাগার ১টি, সিনেমা হল ১টি, মহিলা সংগঠন ১২টি, থিয়েটার দল ৫টি এবং সাহিত্য সমিতি ৪টি।
প্রধান পেশা :
কৃষি ৪৩.৬৪%, কৃষি শ্রমিক ১৯.৩৯%, মৎস্য ২.৪৮%, দিনমজুর ২.১৫%, শিল্প ১.৫৭%, বাণিজ্য ১৩.৪২%, চাকুরী ৬.৯৮%, পরিবহন ২.০২ এবং অন্যান্য ৮.৩৫%।
জমির ব্যবহার :
মোট আবাদযোগ্য জমির পরিমাণ ২১১৫৭ হেক্টর, পতিত জমি ৭২৮ হেক্টর, একক ফসল ৩৪.৬২%, দ্বিফসল ৪৪.১% এবং ত্রিফসল ২১.২৮%। সেচের আওতাধীন জমি ১৮.৫১%।
ভূমি নিয়ন্ত্রন :
মোট আবাদযোগ্য জমির ১৪.৪০% ভূমিহীন, ২৫.৮৫% প্রান্তিক, ৩১.৩৬% ক্ষুদ্র, ২১% মাঝারী এবং ৭.১৫% ধনী।
প্রধান ফসল :
ধান, গম, আলু, মিষ্টি আলু, পান ও তিল।
বিলুপ্ত অথবা প্রায় বিলুপ্ত শষ্য :
নীল, কাউন, চীনা ও অরহর।
প্রধান ফল :
আম, কাঁঠাল, পেঁপে, নারিকেল, সবেদা, ফুটি (এক ধরনের তরজুম) এবং পেয়ারা।
যোগাযোগ সুবিধাদী :
পাকা সড়ক ৭৩.৮০ কি: মি:, আধা পাকা ১৭ কি: মি:, কাঁচা রাস্তা ৩১১ কি: মি: এবং জলপথ ৬০ নটিক্যাল মাইল।
ঐতিহ্যবাহী পরিবহন :
পাল্কী, ঘোড়ার গাড়ী ও মহিষের গাড়ী। এ ধরনের পরিবহন হয় বিলুপ্ত অথবা প্রায় বিলুপ্ত।
শিল্প কারখানা :
চাল কল ১৫টি, করাত কল ৭টি, বরফ কারখানা ৫টি এবং ওয়েল্ডিং ১৫টি।
কুঠির শিল্প :
তাঁত ৩৫টি, বাঁশের কাজ ১১৮টি, কাঠের কাজ ৫৮টি, স্বর্ণালংকার ৩৮টি, কামার ২৬টি, মৃৎশিল্প ৫৫টি এবং দর্জি ১৯০।
হাট বাজার ও মেলা :
হাট বাজারের মোট সংখ্যা ১৬টি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, জোগানিয়া, বড়দিয়া, চাচুড়ী এবং পেরলী হাট, মেলা মোট ৪টি, উল্লেখযোগ্য হচ্ছে চড়ক পুজা মেলা (কালিয়া) এবং রথ মেলা (কালিয়া)।
প্রধান রপ্তানী :
নারিকেল, পান এবং খেজুর গুড়।
এনজিও তৎপরতা :
তৎপরতা চালাচ্ছে এমন গুরুত্বপূর্ণ এনজিওগুলো হচ্ছে ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক ও জাগরণী চক্র।
স্বাস্থ্য কেন্দ্র :
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১টি, পরিবার পরিকল্পনা ১২টি এবং স্যাটেলাইট ক্লিনিক ১টি।
তথ্য সূত্র :
কালিয়া উপজেলা পরিক্রমা
লেখক: মহসিন হোসাইন
প্রকাশকাল: ১৯৮৫
/
নড়াইল জেলার ইতিহাস ও ঐতিহ্য
লেখক: মহসিন হোসাইন
প্রকাশকাল: ২০০৭
/
নড়াইল জেলা সমীক্ষা ও স্থাননাম
লেখক: মহসিন হোসাইন
প্রকাশকাল: ২০০১
/
নড়াইল জেলার অতীত ও বর্তমান
লেখক : আকরামুজ্জামান মিলু
/
বাংলা পিডিয়া ওয়েবসাইট
অনুবাদ :
কামাল নাসের, আরটিভি।
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
সর্বশেষ আপডেট :
নভেম্বর ২০১১
More information about Kalia
banglapedia.org
wikipedia.org
panoramio.com
chandrikabd.com
bangladeshtoday.net
bd71.net
banglapedia.org
wikipedia.org
panoramio.com
chandrikabd.com
bangladeshtoday.net
bd71.net