কাজী শওকত শাহী
Kazi Shawkat Sahi
Home District: Jessore, New Town
কাজী শওকত শাহী ১৯৬০ সালে ১০ ফেব্রুয়ারি খুলনা জেলার ফুলতলা উপজেলায় জন্মগ্রহণ করেন। সরকারী চাকরিজীবী পিতা কাজী আনোয়ার আহমেদ ও মাতা জাহানারা বেগম। যশোরের উপশহরে বেড়ে উঠেছেন তিনি, সেখানেই তাঁদের স্থায়ীনিবাস। বাংলাদেশ বেতারের গীটারশিল্পী এই লেখক সাহিত্যিক একদিকে যেমন সংগীত অনুরাগী অন্যদিকে তেমনই সাংস্কৃতিক ও সামাজিক সংগঠক। তিনি যশোরের সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক, যশোর শিল্পকলা একাডেমীর পরিচালনা পরিষদের সদস্য, বাংলা একাডেমীর সদস্য এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যশোর জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকসহ একাধিক সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। কাব্য সংকলন: কথা আর সুরে। প্রবন্ধ: শিক্ষালয়ের ইতিকথা (বিদ্যালয় ও কলেজের ইতিহাস)।
তথ্যসূত্র :
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী
বইমেলা স্মারক সংখ্যা - ১