
Home সাহিত্যিক / Litterateur > রহমান মোহাম্মদ লুত্ফর / Rahman Mohammed Lutfar (1950)
এই পৃষ্ঠাটি মোট 91321 বার পড়া হয়েছে
রহমান মোহাম্মদ লুত্ফর / Rahman Mohammed Lutfar (1950)
রহমান মোহাম্মদ লুত্ফর
Rahman Mohammed Lutfor
Home District: Jessore
Rahman Mohammed Lutfor
Home District: Jessore
.jpg)
১৯৭১ সালের শেষভাগে যশোর শহরের পুরাতন কসবাস্থ আব্দুল আজিজ রোডের মরহুম সৈয়দ আবুল হোসেন সাহেবের কন্যা সৈয়দা মাহফুজা রহমান মিনা’র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং যুদ্ধশেষে জীবিকার সন্ধানে সস্ত্রীক পাড়ি জমান ঢাকায়। সেই থেকে তাঁর ঢাকায় বসবাস।
স্ত্রী মাহফুজা রহমান লেকসার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকার শিক্ষিকা এবং নিজে ঔষধ ব্যবসায়ে আত্মনিয়োগের মাধ্যমে শুরু করেন তাদের নতুন জীবন।
দেশের মুক্তিযুদ্ধের পর ভয়াবহ এক প্রতিকূল অবস্থার মধ্যদিয়ে শুরু হয় তাঁর জীবন। জীবনযুদ্ধের শুরুতে সেই প্রতিকূলতাকে দৃঢ়তার সাথে মোকাবেলা করে নির্দিষ্ট এক জীবনবোধের বিশ্বাসকে সামনে রেখে লব্ধ অভিজ্ঞতার আলোকে তিনি এগিয়ে চলেন ভবিষ্যতের দিকে। পৈত্রিক পাটের ব্যবসার দিকে না গিয়ে ঢাকায় এসে শুরু করেন ঔষধ ব্যবসা। ভিন্ন ধরনের নাম ‘লাজর্ফামা’ নামকরণে শুরু করেন ঔষধ ব্যবসা। প্রবাহমান কালের চক্রে সেই লাজফার্মাই আজকের দেশের সর্ববৃহৎ খুচরা ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজফার্মা লিমিটেড।
১৯৯২ সালে স্ত্রী-পুত্র নিয়ে দেশান্তরী হন তিনি। কানাডায় প্রবাস জীবন কাটিয়েছেন বহুদিন। প্রবাসেই তার সাহিত্যর্চ্চার উত্থান। সে দেশের নিয়মানুযায়ী নামের শেষাংশটা আগে এনে ব্যবহার করার কারণে তিনি রহমান মোহাম্মদ লুত্ফর নামে শুরু করেন তার লেখালেখি।
২০১২ সাল অবধি তাঁর রচিত পুস্তকের সংখ্যা সতের। মাঝখানে মোহাম্মদ লুত্ফর রহমান নামেও কয়েকটি গ্রন্থ রচনা করেছেন তিনি। তবে রহমান মোহাম্মদ লুত্ফর নামেই তিনি সাহিত্যাঙ্গনে বেশী পরিচিত। তাঁর রচিত প্রথম গ্রন্থ ‘কানাডা কাহিনী’ ১৯৯৩ সালের বইমেলায় বেস্টসেলার হিসাবে স্বীকৃতি পায়। রহমান মোহাম্মদ লুত্ফরের ভিন্নধর্মী উপন্যাস ‘খোঁজ’ দেশের বরেণ্য নাট্যকার অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ এর দেয়া নাট্যরূপ এবং প্রখ্যাত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের পরিচালনায় চলচ্চিত্রে আত্মপ্রকাশের পর জাতীয় টেলিভিশনে বহুবার প্রদর্শিত ও প্রচারিত হয়েছে। তার অসাধারণ অপর এক সৃষ্টি, প্রতিষ্ঠাপাগল এক যুবকের দেশান্তরের কাহিনী নিয়ে রচিত উপন্যাস ‘দেশান্তরী’ চলচ্চিত্র নির্মিত হবার মনোনয়ন নিয়ে সরকারি সাহায্যের আবেদনে ফাইলবন্দি।
রহমান মোহাম্মদ লুত্ফরের লেখা দেশান্তরী, নিরুদ্দেশ, রোড নম্বর বত্রিশ, অমৃতের সন্ধানে, রানিফুপুর নির্বাসন, পরম্পরা, হৃদয়যন্ত্রের যন্ত্রণা, গন্তব্য অস্ট্রেলিয়া, সোনার মেডেল, পাঠকপ্রিয়তায় এখন তুঙ্গে।
যশোরের আঞ্চলিক পটভূমিতে সময়ের বাস্তবতায় চরম পরিস্ফুটন ঘটেছে রহমান মোহাম্মদ লুত্ফরের প্রতিটি উপন্যাসে। যশোর জেলার সাহিত্যাঙ্গনে নীরবে ধীরপায়ে তিনি উঠে এসেছেন প্রথম কাতারে। প্রচারবিমুখ এই লেখকের লেখা দেশান্তরী’র পঞ্চম সংস্করণ, অমৃতের সন্ধানে’র, অষ্ঠম সংস্করণ, পরম্পরার দ্বিতীয় সংস্করণসহ সবগুলো পুস্তকের পুণ:পুণ: সংস্করণ প্রমাণ করে রহমান মোহাম্মদ লুত্ফরের পাঠকবৃদ্ধির কথা। তাঁর সর্বশেষ উপন্যাস ‘সোনার মেডেল’। অসাধারণ বাস্তবতার সংমিশ্রণে তাঁর প্রতি লেখা ইতোমধ্যেই পাঠকমহলে আলোচিত ও নন্দিত হয়েছে।
এক কন্যা এক পুত্রের জনক রহমান মোহাম্মদ লুত্ফর ব্যক্তিগত জীবনে সদালাপী, বন্ধুপ্রিয়, স্নেহপরায়ণ এক উদার মাসনিকতার মানুষ। আদর্শবাদী এ মানুষটি আদর্শের সাথে কখনো আপোষ করেননি। যার জন্য নকল-ভেজালের এইযুগে ঔষধের মতো ব্যবসায়ে থেকেও তিনি সততা ও আর্দশে অনুকরণীয়। তাঁর প্রবর্তীত ‘ফার্মা’ নামটি অনুকরণ করে এদেশে অনেকে ঔষধের দোকানের নামকরণ করেছেন বলে দৃশ্যমান হয়। এই আপষহীনতার কারণে বহু নিকটজনও তার সমালোচনায় মুখর। তার বহু লেখনীতে পরোক্ষভাবে উঠে এসেছে তার এসব জীবনবোধের চিত্র।
রহমান মোহাম্মদ লুত্ফরের সেরা দেখা: দেশের মুক্তিযুদ্ধ, সেরা মানুষ: হযরত মোহাম্মদ (স:), সেরা ব্যক্তিত্ব: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেরা অর্জন: স্বাধীন বাংলাদেশ, সেরা কবি ও সাহিত্যিক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সেরা অভিজ্ঞতা: চারদিকের স্বার্থন্বেষী আত্মীয়-অনাত্মীয় মানুষজন যারা স্বার্থ উদ্ধারের পর ছুড়ে ফেলে অতীতকে, অথবা ব্যর্থ হয়ে ঝাঁপিয়ে পড়ে শত্রুতায়।
তাঁর প্রিয় ফুল: বেলী।
প্রিয় জায়গা: সাভারের লাজপল্লী ও জন্মস্থান, যশোর জেলার লেবুতলা গ্রাম।