
Home ঐতিহ্য (Tradition) > আর্য্য বিদ্যাপীঠ (টোল)
এই পৃষ্ঠাটি মোট 86797 বার পড়া হয়েছে
Arjo Biddapith (Tol)
সনাতন ধর্মীয় শিক্ষার জন্য বৈদিক যুগে আর্য্য বিদ্যা পীঠ স্থাপিত হইয়াছিল। বেদ, উপনিষদ, গীতা প্রভৃতি ধর্ম পুস্তক ছাত্রদের এখানে শিক্ষা দেওয়া হইত। বৈদিক যুগে যে চতুরাশ্রম ব্যবস্থা ছিল তদনুসারে ছাত্রগণ গুরু গৃহে থাকিয়া অধ্যয়ন করিতেন। এই সময়কে ব্রহ্মচর্য্যাশ্রম বলা হইত। এই বিদ্যালয়গুলিতে ধর্মীয় শিক্ষার সঙ্গে গাহস্থ্য জীবনের অনেক জ্ঞান ও নীতি উপদেশ শিক্ষা দেওয়া হইত।
বর্তমানে ইংরেজী ভাষার প্রভাবে আর্য্য বিদ্যাপীঠ সমূহ সংখ্যায় কমিয়া গেলেও ধর্মীয় শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান হিসাবে সরকারী ও বেসরকারী প্রচেষ্টায় বহু বিদ্যাপীঠ বাংলাদেশে আছে। যশোর তাহার ব্যতিক্রম নয়। সাধারণতঃ সংস্কৃত বা দেবনাগরী ভাষায় লিখিত ধর্মগ্রন্থ এবং তাহাদের ভাষ্য এবং টিকা যাহা পরবর্তী সময়ে বাংলায় লিখিত হইয়াছে তাহাও এই বিদ্যাপীঠে চর্চা করা হয়। বর্তমানে সরকার দেশে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করায় আর্য্য বিদ্যাপীঠের গুরুত্ব সমধিক বাড়িয়া গিয়াছে। এই বিদ্যাপীঠগুলি বর্তমানে একটি বোর্ড (পালি ও সংস্কৃত শিক্ষা বোর্ড) কর্তৃক পরিচালিত হয়। সরকার টোলগুলি পরিচালনার জন্য সীমিত গ্রান্ট দিয়া থাকেন। যে সমস্ত বিষয় এখানে পাঠদান করা হয় তম্মধ্যে কাব্য, ব্যাকরণ, স্মৃতি, বেদান্ত প্রভৃতি প্রধান।
আর্য্য বিদ্যাপীঠ বা টোলের শ্রেণী বিন্যাস তিনটি। আদ্য মধ্য ও উপাধি। উপাধি গ্রহণের পর অতিরিক্ত শিক্ষা লাভের ব্যবস্থাও আছে।
যশোরে মাত্র ৪টি আর্য্য বিদ্যাপীঠ বা টোলের কথা আমরা জানিতে পারিয়াছি। ইহাদের মধ্যে বীরেশ্বর আর্য্য বিদ্যাপীঠ প্রধান।
বীরেশ্বর আর্য্য বিদ্যাপীঠ
এই বিদ্যাপীঠটি বর্তমানে বেজপাড়ায় অবস্থিত। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ইহার সংগৃহীত বইপত্র সমস্ত নষ্ট হইয়া যায়। ১৯২৫ খৃষ্টাব্দে বীরেশ্বর ভট্টাচার্য্য নামে এক সদাশয় ব্যক্তি এই টোল স্থাপন করেন। বর্তমান অধ্যক্ষ শ্রীবীরেন্দ্র নারায়ণ মুখার্জী। প্রতি বৎসর এই বিদ্যাপীঠ হইতে বহু ছাত্রছাত্রী আদ্য, মধ্য ও উপাধি পরীক্ষায় অংশগ্রহণ করেন। টোলটির নিজস্ব স্থান নাই। ইহা পরিচালনার জন্য একটি কার্য্যকারী সংসদ আছে। সংসদের সদস্যবৃন্দ ইহার নিজস্ব স্থান ও সার্বিক উন্নতির জন্য চেষ্টা করিতেছেন।
হরিদাসকাঢী চতুষ্পাঠী (টোল)
এই টোলটির প্রতিষ্ঠাতা কালিপদ চক্রবর্তী। প্রতি বৎসর যথেষ্ট ছাত্রছাত্রী এই টোল হইতে পরীক্ষা দিয়া থাকেন।
নড়াইল বিদ্যোৎসাহিনী সভা (টোল)
এই টোলটি দীর্ঘ কালের। ইহা নড়াইলের রূপগঞ্জে অবস্থিত। বহু ছাত্রছাত্রী এখানে অধ্যয়ন করেন। বর্তমান অধ্যক্ষের নাম শ্রীসলিল কুমার ভট্টাচার্য্য। প্রতি বৎসর এখানে আদ্য ও মধ্য পরীক্ষার কেন্দ্র হয়।
আঠারখাদা শিব চতুষ্পাঠী (টোল)
অনাদীনাথ ভট্টাচার্য্য মহাশয়ের প্রচেষ্টায় এই টোলটি সার্বিক উন্নতি লাভ করে। বর্তমানে শ্রীশরৎ চন্দ্র ভট্টাচার্য্য ইহার তত্ত্বাবধান করিতেছেন। এখানে অনেক ছাত্র অধ্যয়ন করেন।
তথ্য সূত্র :
যশোরে হিন্দু ধর্মের ঐতিহ্য
লেখক : শ্রীতারাপদ দাস
সর্বশেষ আপডেট :
১৪.০৫.১১