
Home ঐতিহ্য (Tradition) > ভাত ভিটা (মাগুরা)
এই পৃষ্ঠাটি মোট 86817 বার পড়া হয়েছে
ভাত ভিটা (মাগুরা)
Vat Vita
Magura
মাগুরা সদর উপজেলার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম প্রান্ত বেয়ে ফটকি নদী। এই নদীর উত্তর তীরবর্তী গ্রাম টিলা। নামের সা


মাগুরার ভাত ভিটাটি খনন করে এখানে পাহাড়পুর বৌদ্ধবিহারের স্থাপত্যশৈলীর অনুরূপ অপেক্ষাকৃত ক্ষুদ্রায়তঃ বহুকক্ষ বিশিষ্ট ইমারতের অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। সরকারিভাবে এটি সংরক্ষণের উদ্যোগ নেয়া হলেও বেশিদূর এগোয়নি। ভাতভিটাটির সামনে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েই তারা কৃতকর্মটি সেরেছেন মাত্র। বর্তমানে স্থানীয় গ্রামবাসী সেখানে একটি মসজিদ তৈরি করেছেন। যেখানে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের ব্যবস্থা হয়েছে।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামটিতে অবস্থিত ভাত ভিটায় পৌছনো খুবই সহজ। মাগুরা শহর থেকে যশোর রোড ধরে যেতে হয়। যাত্রিবাহি যেকোন পরিবহনেও যাওয়া সম্ভব। তাছাড়া অটোপেম্পুযোগেও সেখানে পৌঁছনে যেতে পারে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে।
তথ্য :
আবু বাসার আখন্দ/মাগুরা।
০১৭১৬২৩২৯৬২
ছবি :
ড. শফিকুল ইসলাম
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক মহাপরিচালক
ও
আবু বাসার আখন্দ
ইটিভি প্রতিনিধি, মাগুরা