যশোর জেলার ঝিকরগাছা থানার শিমুলিয়া গ্রামে প্রাচীন এ গীর্জটি অবস্থিত। ১৮৫৫ সাল থেকে ক্যাথলিক মিশনারীরা এই অবহেলিত অঞ্চলে ধর্ম প্রচারের কাজ শুরু করেন। তাদের আন্তরিক প্রচেষ্টায় বেশ কয়েক জন ব্যক্তি খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন। তাদের প্রার্থনার সুবিধার জন্য ১৮৮৩ সালে শিমুলিয়ায় একটি পাকা উপাসনালয় স্থাপন করা হয়। এই উপাসনালয়টির নামকরণ করা হয় চার্চ অব আওয়ার লেডী অব দ্যা রোজারি (Church of our lady of the Rosary)| ১৮৮৩ সালে এখানে সেন্ট লুইস নামে একটি প্রাথমিক বিদ্যালয় এবং ১৯৭০ সালে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়। গীর্জার পুরাতন ভবনটির পাশে একটি নতুন ভবন তৈরী করা হয়েছে, বর্তমানে যেখানে এ অঞ্চলের খৃষ্টানদের ধর্মীয় উপাশনার কাজ চলে। খৃষ্টান অধ্যুষিত এ অঞ্চলে প্রায় ৫০০ খৃষ্টান পরিবারের বসবাস এখানে। এখানে পুরোহিতদের দ্বারা উপসনালয়টি পরিপূর্ণভাবে পরিচালিত হয়ে থাকে। প্রতিবছর ২৫ ডিসেম্বর খৃষ্টানদের বড় দিন এখানে যাকজমকপূর্ণভাবে পালিত হয়।