
Home ঐতিহ্য (Tradition) > রাজঘাট গীর্জা
এই পৃষ্ঠাটি মোট 86724 বার পড়া হয়েছে
রাজঘাট গীর্জা
যশোর নওয়াপাড়া শিল্প নগরীর রাজঘাট গ্রামে বিভিন্ন অঞ্চল থেকে আগত দারিদ্র ও নিঃস্ব ছিন্নমূল বহু খ্রিষ্টান এখানে কর্মসংস্থানের জন্য চলে আসে। তারা একত্রিত হয়ে এখানে একটি মন্ডলী গঠন করেন। ১৯৮৬ সালে বিভিন্ন খ্রিষ্টান সংস্থার সহযোগিতায় তারা এখানে উপাসনালয় স্থাপন করেন। এই পাকা উপাসনালয়টি যশোর ব্যাপটিষ্ট মিশনের মিশনারী রেভাঃ হেইঞ্জ এর অবদানে সুপ্রতিষ্ঠিত।
এভাবেই এ জনপদে বিভিন্ন ধর্মের মানুষের আত্মত্যাগে তিলে তিলে গড়ে উঠেছে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ। সেই মানুষ নেই- সেই ধর্ম আছে- প্রতিষ্ঠান আছে এবং থাকবে অনাদিকাল ধরে।
সম্পাদনা:
মো: হাসানূজ্জামান (বিপুল)