
Home ঐতিহ্য (Tradition) > শেখপুরা জামে মসজিদ
এই পৃষ্ঠাটি মোট 86792 বার পড়া হয়েছে
শেখপুরা জামে মসজিদ
সাগরদাঁড়ী ইউনিয়নের একটি সমৃদ্ধ গ্রাম শেখপুরা। এ গ্রামে মোগল আমলে অনেক ইমারত নির্মিত হয়েছিল। এ সকল স্থাপনের মধ্যে শেখপুরা মসজিদটি অন্যতম। ১৯০৪ সালের পুরার্কীতি সংরক্ষণ আইনের ৩(৩) ধারা মতে প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৯৭ সালে এটিকে পুরার্কীতি হিসেবে ঘোষণা করে ও এটি সংস্কার করে। তিন গম্বুজ বিশিষ্ট এ মসজিদটি মোগল স্থাপত্যরীতি অনুযায়ী নির্মিত। মসজিদের পূর্ব পার্শ্বের চার পিলারযুক্ত বারান্দাটি সংস্কার করা সম্ভব হয়নি। এক মিটার পুরু দেয়ালে ঘেরা। এ চত্বরের প্রবেশ পথ দক্ষিণ ও উত্তর দিকে দু’টি। মুল স্থাপনাটির দৈর্ঘ্য ২১.৫ মিটার ও প্রস্থ ১৬.৬ মিটার এবং উচ্চতা ১২ মিটার। কেশবপুর হতে ১২ কিলোমিটার দূরে সাগরদাঁড়ী যাওয়ার পথে মধু সড়কের পার্শ্বেই এটি দেখে নেয়া যায়।
তথ্যসূত্র :
যশোর জেলা তথ্য বাতায়ন